মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের কুকরাইলে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে গতকাল দুপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দালাল চক্রের চার সদস্যকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদন্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- পারভেজ মোল্লা, আবদুর রব, রাজু খান, নন্দ সরকার।

দুদক মাদারীপুর সমন্বিত অফিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক ও পাসপোর্ট জমার স্লিপ জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সয়োরার রাব্বিকে খবর দেওয়া হয়। তাঁর উপস্থিতিতে চারজনকে এক মাস করে কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোষ প্রমাণ না হওয়ায় আটক তানভীর মাহমুদকে ছেড়ে দেওয়া হয়। নিয়মিত এ অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর