শিরোনাম
মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

ভয়াল মাগুরছড়া দিবস আজ

মৌলভীবাজার প্রতিনিধি

ভয়াল মাগুরছড়া দিবস আজ। ১৯৯৭ সালের এদিনে মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের অদক্ষতায় মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস পোড়ে। যার তৎকালীন বাজারমূল্য ছিল ১৪ হাজার কোটি টাকা। গ্যাস ছাড়া পরিবেশ ও অন্যান্য ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল আরও ১০ হাজার ১১৬ কোটি টাকা। ২৫ বছর অতিক্রান্ত হলে ক্ষতিপূরণ আদায় করতে পারেনি বাংলাদেশ।

 এ ছাড়া মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে পোড়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ২৫ হাজার গাছ জীবজন্তুসহ আশপাশের প্রায় ৮৭.৫০ একর এলাকা। চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, সড়কপথ, গ্যাসকূপ, পরিবেশ, প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অক্সিডেন্টাল যৎসামান্য ক্ষতিপূরণ দিয়ে ইউনিকল নামে আরও একটি কোম্পানির কাছে ফিল্ড বিক্রি করে বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে ইউনিকল মার্কিন কোম্পানি সেভরনের কাছে গ্যাসকূপ বিক্রি করে দেয়। সেভরন ও তাদের সম্পদ বিক্রি করে চলে গেছে। পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আন্দোলন করলেও আদায় হয়নি ক্ষতিপূরণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর