মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

নেত্রকোনা প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের দেশব্যাপী ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার ১০টি উপজেলার পাঁচটিতে পুলিশ প্রশাসন ও পাঁচটিতে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে বসুন্ধরা গ্রুপের শুকনো খাবার বিতরণ করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে ৫ হাজার পরিবারের মধ্যে প্রথম দিনের দেওয়া খাদ্য বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। নেত্রকোনা সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে গত রবিবার বিকালে সদর উপজেলার ২ হাজার পরিবারের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে অংশ নেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম প্রমুখ।

 

সর্বশেষ খবর