মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

প্রতারণার মামলায় বাউবির যুগ্ম পরিচালকের নামে পরোয়ানা

পাবনা প্রতিনিধি

আদালতের ভুয়া রায় তৈরি করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে দায়েরকৃত প্রতারণা মামলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক মনছুর আলম ও তার ভাই মাহমুদ এ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত রবিবার বিকালে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ এর বিচারক আশরাফুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদেশ জারি করেন। আসামিদের গ্রেফতার করে আগামী ১৬ আগস্ট আদালতে হাজির করতে সাঁথিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত মনছুর আলম ও মাহমুদ এ হাসান পাবনার সাঁথিয়া উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে। মামলার বাদী সাখাওয়াত হোসেন একই গ্রামের মৃত আছাব আলীর ছেলে। আদালতের ভুয়া রায় তৈরি করে জমি দখলের অপচেষ্টার ঘটনা প্রমাণিত হওয়ার পর দুই ভাইয়ের বিরুদ্ধে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ এ গত ১২ এপ্রিল প্রতারণা মামলা করেন সাখাওয়াত হোসেন।

সর্বশেষ খবর