মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা
স্কুলছাত্রের আত্মহত্যা

প্ররোচনাকারীদের গ্রেফতার দাবিতে সমাবেশ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত হোসেনকে (১৪) আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। কীর্ত্তিপুর বাজারে সহপাঠী ও এলাকাবাসীর ব্যানারে গতকাল সকালে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন নিহত সিফাতের বাবা মিজানুর রহমান ও মা সাজলী বেগম। মিজানুর রহমানের অভিযোগ, এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী স্মরণ শাহরিয়ার। ওই গ্যাংয়ের সদস্যরা প্রায়ই সাধারণ শিক্ষার্থীদের মারধর এবং নানাভাবে নির্যাতন করে। গত ১৭ ফেব্রুয়ারিও স্কুলে করোনা টিকা নিতে গিয়ে স্মরণ ও তার সঙ্গীদের মারধরের শিকার হয়েছে আমার ছেলে। তখন এ ঘটনা প্রধান শিক্ষককে জানালে স্কুল কর্তৃপক্ষ গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমার ছেলেকে ভর্ৎসনা করা হয়। এই কিশোর গ্যাংয়ের সদস্য ও তাদের সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সিফাতের মা সাজলী বেগম বলেন, আমার ছেলেকে-তো আর ফিরে পাব না। আমার ছেলের মতো আর কোনো মায়ের সন্তান যেন এভাবে কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে না যায় সেই দোয়া করি।

যাদের কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে তাদের শাস্তি চাই। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিগগিরই এজাহার দাখিল করা হবে। মামলা সূত্রে জানা যায়, গত ৩১ মে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়ানোকে কেন্দ্র করে সিফাত হোসেনকে মারধর করে সহপাঠী স্মরণ শাহরিয়ার, হৃতিক ও রিয়াদ হোসেন। ঘটনাটি ওই দিনই সিফাতের বাবা মিজানুর রহমান প্রধান শিক্ষক আজহার আলীকে জানান। তিনি বিষয়টিতে গুরুত্ব না দিয়ে পাল্টা মার দিতে বলেন সিফাতকে, না হয় হাতে চুরি পরে থাকতে বলেন। এ ছাড়া প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করায় অভিযুক্ত শিক্ষার্থীরা সিফাতকে গালাগাল করে। ন্যায়বিচার না পাওয়া ও অপমান সহ্য করতে না পেরে ওই দিন রাতেই কীটনাশক খায় সিফাত। পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর