মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

পাবনায় রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ইভানভ অ্যান্টন (৩৩) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। অ্যান্টন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার ছিলেন।

পুলিশ জানায়, রবিবার রাতে গ্রিনসিটি আবাসিকের ২ নম্বর ভবনের ১২ তলার লিফটের সামনে তিনি কয়েক দফায় বমি করেন। কিছু সময় পর এক রুমমেট তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। এরপর প্রকল্পের চিকিৎসকদের খবর দেওয়া হয়, তার আগেই অ্যান্টনের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে ছিলেন অ্যান্টন। চিকিৎসকরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন। প্রকল্পের চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় লাশ নিজ দেশে পাঠানো হবে।

সর্বশেষ খবর