মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে কোকিল চন্দ্র মন্ডলকে হত্যার দায়ে ১২ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। এ সময় দন্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে তাদের অতিরিক্ত আরও ছয় মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন বিচারক। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার গাবতলী উপজেলার বাসিন্দনবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমণী কান্ত। রায় ঘোষণার সময় দন্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন। নিহত কৃষক কোকিল চন্দ্র মন্ডল ওই এলাকার শ্যামল চন্দ্র মন্ডলের ছেলে। মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু। তিনি বলেন, ২০১০ সালের ২৫ মার্চ বিকালে লাঠি, রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরে তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি বলেন, কোকিল ও দন্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১০ সালের ২৫ মার্চ বিকালে কোকিলকে পিটিয়ে হত্যা করেন আসামিরা।

আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, কৃষক কোকিল চন্দ্র হত্যায় দন্ডপ্রাপ্ত ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর