মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

সাভারে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

সাভার প্রতিনিধি

সাভারে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। গত শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় এ কার্যক্রম। গতকাল মজনু একাডেমি স্কুলে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন নারী ও পুরুষ ভোটারদের ছবি তোলা হয়, শেষ হবে আজ। ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাভার উপজেলার ২৭টি নিবন্ধন কেন্দ্রে ভোটার হালনাগাদ করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে ছবি তোলা হবে। প্রত্যেক ভোটারের ছবি ও হালনাগাদ করতে সময় লাগছে মাত্র ৫ থেকে ৭ মিনিট। পর্যাপ্ত সরঞ্জাম ও ডিজিটালাইজেশন প্রক্রিয়া থাকার ফলেই এটি সম্ভব হচ্ছে। সঠিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সাভার উপজেলায় গত ১০ জুন থেকে শুরু হয় ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, যা শিমুলিয়া, ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া, সাভার সদর, বিরুলিয়া, বনগাঁও, তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজার, কাউন্দিয়া ও  পৌরসভাসমূহে পর্যায়ক্রমে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সর্বশেষ খবর