বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

সংযোগ সড়কের অভাবে জনদুর্ভোগ

জমির বেগ, ফেনী

সংযোগ সড়কের অভাবে জনদুর্ভোগ

পরশুরামে সংযোগ সড়কবিহীন কালভার্ট

ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নে উত্তর শ্রীপুর থেকে জগমোহনপুর সড়কে রয়েছে একটি কালভার্ট। দুই দিকে সংযোগ সড়ক না থাকায় কালভার্টটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলা পিআইও অফিসের অর্থায়নে ২০০৬ সালে ২০ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। এক বছর আগে এর দুই পাশের মাটি সড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হেঁটে কালভার্ট পার হওয়ায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে এক বছর ধরে এই সড়ক ব্যবহারকারী পশ্চিম সাহেব নগর, দুর্গাপুর, উত্তর শ্রীপুর, জগমোহনপুর, জঙ্গলঘোনা, কুন্ডের পাড়ের কয়েক হাজার লোককে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। বর্তমানে এই এলাকার লোকজন পূর্বসাহেব নগর ও ধনিকুন্ডা রাস্তা ব্যবহার করতে হচ্ছে উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যেতে। স্থানীয়রা জানান, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছে একধিকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহিম জানান, এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ থাকায় এখানকার লোকজন বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে শত শত কৃষককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্টের দুই পাশে মাটি দিয়ে সমান করা হলে হেঁটে চলাচল করা যেত। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, উত্তর শ্রীপুর উত্তর পাড়া থেকে জগমোহনপুর পর্যন্ত রাস্তার একমাত্র কালভার্ট পরশুরাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। দুই পাশে মাটি না থাকায় লোকজনকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। তিনি এই সমস্যা সমাধানে এলজিইডিকে বলেছেন। পরশুরাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অজিৎ চন্দ্র দেবনাথ বলেন, কালভার্ট বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদের অধীনে। তারা দুই পাশে মাটি ভরাট করে দিলে যানবাহনসহ লোকজন চলাচল করতে পারতো। পরশুরাম উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস এম শাহ আলম ভূঞা বলেন, বিষয়টি শুনে তিনি অফিসের দুজন সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। প্রয়োজনে এডিবি থেকে বরাদ্দ দিয়ে কালভার্টের দুই পাশ মেরামত করে দেওয়া হবে। প্রকৌশলী আরও জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে চাহিদাপত্র পাঠালে কালভার্টের দুই পাশে মাটি ও পাকা করে দেওয়া সম্ভব হতো।

সর্বশেষ খবর