বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

পাহাড়ে প্রস্তুত আশ্রয় কেন্দ্র, চলছে মাইকিং

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে প্রস্তুত আশ্রয় কেন্দ্র, চলছে মাইকিং

দুর্যোগ মোকাবিলায় গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে বসে জরুরি সভা -বাংলাদেশ প্রতিদিন

রাঙামাটিতে কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়বাসীর নিরাপত্তায় গঠন করা হয়েছে দুর্যোগ মোকাবিলা কমিটি। একই বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রাঙামাটি শহর, কাপ্তাই ও কাউখালীতে করা হচ্ছে সতর্কতা মাইকিং। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ধস, বন্যা, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ে একটি জরুরি সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ, পৌর মেয়র আকবর হোসেন চোধুরী ও রাঙামাটি সেনা জোনের বিশেষ প্রতিনিধি মেজর মো. তৌহিদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাই এখন থেকে পাহাড়বাসীকে সচেতন করতে হবে। যাতে পাহাড় ধসে কোনো জানমালের ক্ষতি না হয়। তিনি বলেন, রাঙামাটি পৌর এলাকার নয়টি ওয়ার্ডে ২৯টি আশ্রয়কেন্দ্র সব সময় প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি ভয়াবহ হলে বিভিন্ন বিদ্যালয়, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন বলেন, শুধু জেলা শহরেই ১ লাখ ২৫ হাজারের অধিক মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে আছেন।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে- শিমুলতলী, নতুন পাড়া, মনতলা, রাঙ্গাপানি, রিজার্ভ, এসপি অফিস সংলগ্ন এলাকা, শহীদ আবদুুল আলী একাডেমি সংলগ্ন ঢাল, পুলিশ লাইন সংলগ্ন ঢাল, স্বর্ণটিলা পাহাড়ের ঢাল, রাজমণিপাড়া পাহাড়ের ঢাল, রেডিও স্টেশনের পাশে শিমুলতলী পাহাড়ের ঢাল, লোকনাথ মন্দির পাহাড়ের ঢাল, আনসার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাহাড়ের ঢাল, চম্পক নগর পাহাড়ের ঢাল, পাবলিক হেলথ পাহাড়ের ঢাল, আমানতবাগ পাহাড়ের ঢাল, মুজিবনগর পাহাড়ের ঢাল। বৃষ্টি দেখলেও এসব এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চান না। অনেকে নিজেরা ঝুঁকি তৈরি করছেন। এদের বেশি সতর্ক করা প্রয়োজন।

সর্বশেষ খবর