বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

নড়বড়ে সাঁকোতেই পারাপার

গাইবান্ধা প্রতিনিধি

নড়বড়ে সাঁকোতেই পারাপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ও রসুলপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগে পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। এই দুই ইউনিয়ন ছাড়াও নলডাঙ্গা, রহমতপুর, জামালপুর ও রংপুরের মিঠাপুকুর ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন। ১০ বছর আগে নিজেদের উদ্যোগে এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করলেও সেটির এখন নড়বড়ে অবস্থা। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের আবেদন জানিয়েও কাজ হয়নি। ফলে নদী পারাপারের জন্য ১০ বছর আগে চান্দেরবাজার ও কুঠিপাড়া গ্রামে স্বেচ্ছাশ্রমে আড়াই শ মিটার দৈর্ঘ্যরে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল। সাঁকোটির অবস্থা এখন খুবই খারাপ। শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, চিকিৎসা, অফিস আদালতের কাজে মানুষ ঝুঁকি নিয়ে কখনো নৌকায় কখনো সাঁকোয় পারাপার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা মফিজার রহমান বলেন, প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ এই পথে নদী পারাপার হন। বাজারের ব্যাগ নিয়ে ভাঙা সেতু পার হওয়া যায় না। সাইকেল নিয়ে পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। শিক্ষার্থীরা ভয়ে ভয়ে সেতু পার হয়। এখানে একটি পাকা সেতু নির্মাণের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমরা আশাবাদী এখানে কম সময়ের মধ্যেই সেতুর কাজ শুরু হবে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা বেগম বলেন, মন্ত্রণালয়ে এ ব্যাপারে তালিকা পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর