বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় কোরবানির চাহিদা মেটাবে দেশি গরু

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় কোরবানির চাহিদা মেটাবে দেশি গরু

এবার বগুড়াসহ আশপাশের জেলার কোরবানির গরুর চাহিদা মেটাবে দেশি গরু। বগুড়ার বিভিন্ন হাটে কিছু কিছু গরু দেখা গেলেও এখনো সে ভাবে বেচাকেনা শুরু হয়নি। সাধারণ দিনের মতো বগুড়ার হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। দিন যাচ্ছে আর কোরবানির হাটকে ঘিরে স্বপ্ন বুনছে কোরবানির পশু খামারিরা। খামারে দেশীয়জাতের পশু লালন পালন করে লাভের আশায় জেলার ৪৬ হাজার খামারি হাটে হাটে পশু তুলতে মুখিয়ে আছে। বগুড়ায় কোরবানির জন্য পশু চাহিদা ৩ লাখ ৫৯ হাজার আর পালন হয়েছে প্রায় সোয়া ৪ লাখ পশু। কারবানির পশু চাহিদার চেয়ে পালন বেশি। জানা যায়, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ হাট বগুড়ার মহাস্থানগড় গরুর হাট। এই হাটের সঙ্গে ঘোড়াধাপ, সুলতানগঞ্জ হাট, শেরপুর হাট, সাবগ্রাম হাট, পেরী হাট, নামুজাসহ প্রায় শতাধিক স্থানে গরুরহাট বসে। এসব হাটে স্থানীয়ভাবে যেমন কোরবানির পশু কেনাবেচা হয়। ঠিক তেমনি অন্য জেলার জন্যও পশু কেনাবেচা হয়। বগুড়ার খামারিরা কোরবানির ঈদকে সামনে রেখে খামারে কোরবানি উপযোগী পশু লালনপালন করে লাভের আশা করছেন। খামারিরা দেশি জাতের প্রচুর গরুর লালনপালন করেছে। খামারি এখন কোরবানির হাটকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে। নিজেদের খামারের গরু, ছাগল, ভেড়াসহ কোরবানির প্রাণী হাটে তোলার আয়োজনে রয়েছে। এদিকে বগুড়ার হাটগুলোকে কেন্দ্র করে মৌসুমি গরুর ব্যাপারীদের আনাগোনা বেড়েছে। গরুর ব্যবসায়ীরা গরু এক জেলা থেকে অন্য জেলার হাটে বিক্রি করে থাকে। গত বছর বগুড়ার হাটগুলোতে চট্টগ্রাম, সিলেট, রংপুরের ব্যবসায়ীদের গরু ক্রয় করতে দেখা গেছে। বগুড়া সদরে মোট খামারি রয়েছে ৩ হাজার ৪২০টি। এর মধ্যে সবচেয়ে বড় গরুর খামার গড়েছে টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তার খামারে কোরবানিযোগ্য পশু রয়েছে ১ হাজার ২২০টি। এই খামারে ষাঁড় আছে ৮৮৫টি। অন্যান্য পশুও কোরবানিযোগ্য করে গড়ে তোলা হয়েছে। তিনি বগুড়ায় মানব সেবার পাশপাশি কোরবানিযোগ্য গরুর খামার গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, জেলায় এবারও কোরবানির হাট কিছুদিনের মধ্যে জমে উঠবে। খামারে এবার প্রচুর পরিমাণে দেশীয়জাতের গরু পালন করা হয়েছে। খামারে লালনপালন করা গরুর সংখ্যা বেশি হবে। এ বছর গরু ২ লাখ ৬৭ হাজার ৭৯৮টি, মহিষ ১ হাজার ৭৩৩টি, ছাগল ১ লাখ ২৯ হাজার ৫৩৮টি, ভেড়া ২৮ হাজার ২২৬টি নিয়ে মোট কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ৪ লাখ ২৭ হাজার ২৯৫টি।

সর্বশেষ খবর