বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এবার কোরবানির পশু আমদানি করতে হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমরা এখন মাছে মাংসে স্বয়ংসম্পূর্ণ। অদূর ভবিষ্যতে দুধেও স্বয়ংসম্পূর্ণ হব। ইতোমধ্যে কোরবানির পশুর জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আগামী কোরবানি ঈদে ভারত, মিয়ানমারসহ অন্য কোনো দেশ থেকে পশু আমদানি করতে হবে না। কালোবাজারির মাধ্যমে কোনো পশু যেন দেশে আসতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশবাসীকে আশ্বস্ত করতে পারি কোরবানির পশু নিয়ে সংশয় নেই। দেশের পশু কোরবানির জন্য এখন যথেষ্ট। গতকাল গাজীপুরের ভাওয়াল রাজাবাড়ির বড়চালা এলাকায় এসিআই লিমিটেডের এসিআই এনিমেল জেনেটিক্স রিসার্চ অ্যান্ড  ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সর্বশেষ খবর