বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

মাদক বিক্রি নিয়ে দুই পক্ষের আধিপত্যের লড়াই

আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজার উপজেলায় এক গ্রামে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুটি গ্রুপের অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই দিন উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে ওস্তাদ সোহেল গ্রুপ সাগরেদ আলী গ্রুপ দুই ভাগ হয়ে একে অপরকে ঘায়েল করতে টেঁটা, বল্লম, রামদাসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সাধারণ মানুষ আতঙ্কে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখেই উভয় পক্ষ পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন আলী হোসেন নবনির্বাচিত মেম্বার সোহেল এর ফেনসিডিলের কারবার সামলাত। কমিশন নিয়ে গণ্ডগোল হওয়ায় আলী নিজেই মাদকের কারবার শুরু করে। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বর্তমানে দুই গ্রুপ মুখোমুখি। বালিয়াপাড়ার পাশের গ্রামে উৎরাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে মাদকের হাট। বিকাল থেকে মাদক বিক্রেতাদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যা থেকে জমে উঠে বেচাকেনা। বিদ্যালয় প্রাঙ্গণেই নেশার আড্ডাস্থল। আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা ভিড় জমায় হাটে।

সর্বশেষ খবর