শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

৫০ বছরেও হয়নি সেতু

ঝুঁকি নিয়ে নদী পার ॥ ঘটছে দুর্ঘটনা

লালমনিরহাট প্রতিনিধি

৫০ বছরেও হয়নি সেতু

সেতু না থাকায় নৌকায় ধরলা পারাপার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বসটারী এলাকায় ধরলা নদীতে সেতু না হওয়ায় ১৭ গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। স্বাধীনতার ৫০ বছরে উপজেলায় বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হলেও ওই স্থানে সেতু হয়নি। বর্ষা মৌসুমে এ পথ দিয়ে চলাচলকারীরা পড়েন চরম বিপাকে। উপজেলা সদর থেকে দক্ষিণপূর্বে ১২ কিলোমিটার দূরে জোংড়া ইউনিয়নের বাঁশকাটার বসটারী এলাকা হয়ে প্রবাহিত ধরলা নদী। নদীর অপর পাশে জগতবেড় ইউনিয়ন। ওই এলাকা দিয়ে জোংড়া ইউনিয়নের বাঁশকাটা, দয়ালটারী, কানাইবাছাটারী, ইঞ্জিনপাড়া, ঝাকুয়াটারী, দেওশালপাড়া, ডাঙাটারী, মন্ডলটারী এলাকা এবং জগতবেড় ইউনিয়নের ভাটিয়াপাড়া, রামকান্ত, গুরুপাড়া, কুমারপাড়া, ডাঙাপাড়া, মসজিদপাড়া, বাঘেরবাজার এবং ককোয়াটারীর কয়েক হাজার মানুষ চলাচল করেন। বছরের ছয় মাস শুষ্ক মৌসুমে কাঠের সেতু দিয়ে পারাপার হলেও বর্ষা মৌসুমে ও বন্যায় জীবনের ঝুঁঁকি নিয়ে নৌকায় চলাচল করেন লোকজন। এতে কৃষিপণ্য, রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে ধরলা নদীর পানি বাড়ায় কাঠের সাঁকো ভেঙে গেছে। এখন নৌকায় নদী পারাপার করতে হচ্ছে। জোংড়া ইউনিয়নের নন্দেরঘাট এলাকার রুসেল ইসলাম বলেন, ছোটবেলা থেকে এ এলাকার মানুষের নদী পার হতে কষ্টভোগ করতে দেখছি। পানি বেড়েছে। এখন সাঁকোও নেই, নৌকায় ঝুঁঁকি নিয়ে জগতবেড় ইউনিয়নে আত্মীয়ের বাড়ি যেতে হচ্ছে। জগতবেড় ইউনিয়নের ভাটিয়াপাড়ার আতিয়ার রহমান বলেন, কষ্টের কথা বলে শেষ করা যাবে না। সেতু না থাকায় অনেক পথ ঘুরে কৃষিপণ্য, রোগী উপজেলা সদরে নিতে হয়। সেতু নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমপির কাছে আবেদন দিয়েছি। শুধু শুনি হবে, সেতু আর হয় না।’ জোংড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী বলেন, ‘ধরলা নদীতে সেতু নির্মাণের জন্য স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও ইউএনওর কাছে কয়েকবার দরখাস্ত দেওয়া হয়েছে। প্রায়ই যোগাযোগ করছি। মানুষের দুর্ভোগ লাঘবে ধরলা নদীর ওই স্থানে সেতু নির্মাণ জরুরি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম বলেন, ‘ওই স্থানে সেতু নির্মাণের জন্য যাবতীয় তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত সেতু নির্মাণকাজ শুরু করা যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর