শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

পৌর মেয়র বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি

আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে  দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপণে তাকে বরখাস্ত করা হয়।

মেয়রের পদ থেকে কেন অপসারণ করা হবে না সে বিষয়ে পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত পৌর মেয়র জাহাঙ্গীর বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এর আগেও দুদক তদন্ত করে আমাকে অব্যাহতি দিয়েছে। ২০২২ সালেও অভিযোগ উত্থাপিত হলো। এবারও আমি অব্যাহতি পাব। আমি বিএনপি করি। বিএনপি করাটা অপরাধ নয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর