শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে আম নামানো শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাজারে গোপালভোগ ও খিরসাপাত আসতে শুরু হয়েছে, শুরুতেই দাম চড়া। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়াজনিত কারণে এবার কম আম উৎপাদন হওয়ায় দাম কিছুটা বেশি। গতকাল শহরের তহাবাজার সংলগ্ন আমবাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা গোপালভোগ ও খিরসাপাত আম বাজারে নামিয়েছেন। বিক্রেতারা আম বিক্রির জন্য অস্থায়ীভাবে টিন শেড ঘর নির্মাণ করে আম ডালি ও টুকরিতে থরে থরে সাজিয়ে রেখেছেন। ক্রেতাদের আগ্রহ বাড়ছে। ক্যারেট আর ডালিতে থরে থরে সাজিয়ে রেখেছেন।

আবদুর রাকিব ও সনি নামে দুই আম ব্যবসায়ী বলেন, এ জেলার সুমিষ্ট আমের চাহিদা থাকায় ক্রেতাদের আগমন ঘটতে শুরু করেছে, জৈষ্ঠ্যের শেষভাগে আম পেকে যাওয়ায় বাজারে আম নেমেছে। তবে এ বছর আবহাওয়া প্রতিকূল থাকায় গোপালভোগসহ অন্যান্য জাতের আম বাজারে দেরিতে নেমেছে এবং আমের আমদানি চাহিদানুযায়ী তেমন বাড়েনি তাই দাম কিছুটা বেশি। তিনি আরও বলেন, জেলার সুমিষ্ট আম কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু পাইকার আসা শুরু করেছে। আবার অনেককেই মোবাইল ফোনের মাধ্যমে আমের চাহিদা পাঠানোর পর সেসব স্থানে কুরিয়ারের মাধ্যমে আম পাঠানো হচ্ছে। এবার প্রথমেই গোপালভোগ ২৬০০ থেকে ২৮০০ টাকা মণ, খিরসাপাত আম ২৫০০ থেকে ২৭০০ টাকা মণ, পাকা খুদি খিরসা ২৪০০ টাকা থেকে ২৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এবার আম কম হওয়ায় বাজারে যতদিন এ আম থাকবে ততই দাম বাড়বে। তবে বাজারে সব জাতের আম আসতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানান বাজার সংশ্লিষ্টরা। এদিকে মৌসুমের শুরুতে এখন জেলার বৃহৎ আমবাজার কানসা, ভোলাহাট ও রহনপুরে আমের বাজার জমে ওঠেনি। প্রসঙ্গত, এবার জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে এবং গাছ রয়েছে প্রায় ৩২ লাখ। আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন।

সর্বশেষ খবর