শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সাড়ে ৩ কোটি টাকার সেতু দেবে গেলো নির্মাণ শেষের আগেই

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরে লৌহজং নদের ওপর সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি দেবে গেছে। স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইল পৌরসভার গাফিলতির কারণে ঠিকাদার নিম্নমানের কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টাঙ্গাইল শহর-বেড়াডোমা-ওমরপুর সড়কের বেড়াডোমার লৌহজং নদের ওপর নির্মিত সেতুটি দেবে যায়। নির্মাণ শেষ হওয়ার আগেই সেতুটি দেবে যাওয়ায় এ সড়ক চলাচলকারীদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহম্মেদ আযমী। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের আওতায় টাঙ্গাইল পৌরসভা সেতুটির বাস্তবায়ন করছে। ৮ মিটার প্রস্থ ও ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা।

সর্বশেষ খবর