শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতু উদ্বোধনের দিন বন্ধ থাকবে সব নৌযান

মাদারীপুর প্রতিনিধি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। থাকছে সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি, সমবেত নৃত্য। ২২ জুন করা হবে আনন্দ শোভাযাত্রা। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এসব তথ্য জানান। তিনি জানান, দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী ২৫ জুন বাংলাবাজার ঘাটে জনসভাস্থলে ছয় দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওই দিন বাংলাবাজার শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী সব ধরনের নৌযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ওই দিন পাটুরিয়া-দৌলদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দেন। তিনি আরও জানান, সেতু উদ্বোধন উপলক্ষে থাকছে সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি, সমবেত নৃত্য। আরও থাকছে যাত্রা, নাটক, বাউল দলের পরিবেশনা, রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও বিশেষ অ্যাক্রোব্যাটিক পরিবেশনা।

সর্বশেষ খবর