রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া নারী চান প্লাস্টিকের পা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেঁচে যাওয়া সেই নারীর বাম পা কেটে ফেলতে হয়েছে। তিনি এখন একটি প্লাস্টিকের পা চান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের নারী ওয়ার্ডে গতকাল কথা হয় তার সঙ্গে। এ সময় তার পাশে বসেছিলেন ছোট বোন শারমিন আক্তার। আহত বেবী বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তার ভাই বাধা দেন। বোন শারমিন জানান, মূলত স্বামীর অবেহেলার কারণেই বেবী ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান। বেবী বলেন, আমারে একটা প্লাস্টিকের পা লাগাইয়া দেন। আমি আর মরতে যামু না। এ কথা বলতে বলতে কান্না শুরু করেন।

উল্লেখ্য, ১৬ জুন সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান বেবী। ট্রেনের ধাক্কায় থেতলে যায় তার শরীর। ট্রেন যাওয়ার পর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক নাফিজ ইমতিয়াজ আহমেদ বলেন, বেবীর অবস্থা আগের তুলনায় ভালো।

সর্বশেষ খবর