রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র দাবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র দাবি

গলাচিপায় উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সেখানে স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। চরকাজল ইউনিয়নের শুক্রবাড়িয়া বাজারসংলগ্ন অস্থায়ী পুলিশ ফাঁড়ির সামনে গতকাল দুই ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার তিন সহস্রাধিক মানুষ অংশ নেন।

বক্তব্য রাখেন কাজি আলাউদ্দিন, নাসির উদ্দিন নান্টু, আলমগীর আকন, খোরশেদ আলম খান, মজিবর রহমান খান ও আলী আহম্মেদ। বক্তারা বলেন, এ দুই ইউনিয়নের সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে চরকাজলের বর্তমান অস্থায়ী ক্যাম্পটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র করা অতি জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ খবর