রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নওগাঁ, সাতক্ষীরা, পাবনা ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনা ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁ : আত্রাই উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব (১৮) ও শুভ (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার থাঐপাড়া বিশ্বরোডের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলার পাঁচুপুর ইউনিয়নের রতনের এবং শুভ নাটোরের আবদুলপুরের আমিরের ছেলে।

সাতক্ষীরা : শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোবিনাথপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বজলুর রহমান (৫৫) ও আবদুস সালাম (৩৫)।

পাবনা : টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার উত্তরচকে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শান্ত (২৪)। আহত হয়েছেন আরও দুজন। মেহেরপুর : সকালে মেহেরপুর-মহাজনপুর সড়কের নুরপুর মাদরাসার সামনে ট্রাকচাপায় নিহত হয়েছেন খোকন (৪০) নামে এক ব্যবসায়ী। তাঁর বাড়ি মুজিবনগর উপজেলায়।

সর্বশেষ খবর