সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনায় বসুন্ধরার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বসুন্ধরার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নেত্রকোনার পানিবন্দি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ

নেত্রকোনার পানিবন্দি মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তারা খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা নৌকায় বিভিন্ন এলাকায় গিয়ে খাবার বিতরণ করছেন।

জেলার বন্যাদুর্গত এলাকার মধ্যে দুর্গাপুরে ১ হাজার ও বারহাট্টা উপজেলায় ৫০০ প্যাকেট খাবার বানভাসিদের মধ্যে নৌকায় করে পৌঁছে দেওয়া হয়েছে। গত শনিবার বিকাল থেকে রবিবার পর্যন্ত এসব সামগ্রী বিতরণ করা হয়। বারহাট্টার ইউএনও এস এম মাজহারুল ইসলাম বলেন, বন্যাকবলিত ওজানগাঁও, মনাস, রাইমাধব, তাহেরা মান্নান স্মৃতি উচ্চবিদ্যালয়, চিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, আসমা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু, চিরাম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। দুর্গাপুরের ইউএনও রাজিব উল আহসান বলেন, গাওকান্দিয়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫০০ প্যাকেট শুধু ওই এলাকায়ই দেওয়া হয়। এ সময় দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা উপস্থিত ছিলেন। বাকি প্যাকেট সদরসহ বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে। মানুষ পানিবন্দি হওয়ায় নৌকা নিয়ে তাদের কাছে ত্রাণ  পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া পূর্বধলায় ৫০০ ও বেশি ক্ষতিগ্রস্ত কলমাকন্দায় আরও ১ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হবে। উল্লেখ্য, নেত্রকোনায় মোট ১০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এরমধ্যে জেলা প্রশাসন পাঁচ উপজেলায় ৫ হাজার এবং পুলিশ প্রশাসন বাকি পাঁচ উপজেলায় ৫ হাজার প্যাকেট বিতরণ করছে। প্রতিদিন পর্যায়ক্রমে ত্রাণা দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের ৫ হাজার প্যাকেটের মধ্যে সাড়ে ৩ হাজার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর