সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

খাগড়াছড়িতে পাহাড় ধস

খাগড়াছড়ি প্রতিনিধি

টানা বর্ষণে এবার খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এতে বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের খবর পেয়ে বাড়ির লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। এদিকে মৌসুমের প্রথম ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি এবং দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর