সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

খোলার অনুমতি পেল পাঁচ ক্লিনিক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বন্ধ করে দেওয়া ৬৪ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সঠিক কাগজপত্র দেখানোয় পাঁচটি খোলার অনুমতি পেল। গত ২৬ মে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ও লাইসেন্স নবায়নহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন সিভিল সার্জন। ময়মনসিংহ সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত ১০৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬৪টি বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ হওয়া ক্লিনিকের মধ্যে লাবিব, স্পন্দন, শাপলা, উত্তরা ক্লিনিক ও উত্তরা ডায়াগনস্টিক সেন্টারকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর