সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

ই-কমার্স ‘আপনজন বাজার’ কোটি টাকা নিয়ে উধাও

সিরাজগঞ্জ প্রতিনিধি

ই-কমার্স ‘আপনজন বাজার’ কোটি টাকা নিয়ে উধাও

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলায় গড়ে ওঠা ই-কমার্স প্রতিষ্ঠান ‘আপনজন বাজার আইটি লিমিটেড’-এর কর্মকর্তারা গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা টাকা ফেরতের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রায় ২০ জন গ্রাহক জেলা প্রশাসকের কাছে গতকাল বিকালে স্মারকলিপি দেন। উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ শহরের জানপুর ব্যাংকপাড়ার আরিফুল ইসলাম শামীম, আফতাবুর রহমান সজীবন, শাহীন, আরিফুল ইসলামের স্ত্রী রাশেদা খাতুন, বেপারীপাড়া মহল্লার আশিক, বেলকুচি উপজেলার আবদুল বারী ও শেরপুর থানার রায়হান বাসা ভাড়া নিয়ে আপনজনবাজার আইটি লিমিটেড ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় তাদের অনলাইন পেজে পণ্য বিক্রির অফার দেয় এবং ৪০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেবে বলে উল্লেখ করে। তাদের অফারে বহু ক্রেতা লাখ লাখ টাকার পণ্য কেনার জন্য কোম্পানির পরিচালক আরিফুল ইসলাম শামীমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেন। গত বছরের সাত ডিসেম্বর সকালে গ্রাহকরা অফিসে গিয়ে দেখেন তালা ঝুলছে। এরপর ১৮ ডিসেম্বর পুনরায় অফিস খুলে কার্যক্রম শুরু করে। তখন অফিসে গেলে কোম্পানির আইটি প্রধান রায়হান ও ম্যানেজার আশিক বলেন আপনাদের পণ্য অথবা টাকা ফেরত দেওয়া হবে। পরবর্তীতে অফিস বন্ধ করে সবাই পালিয়ে যান।

সর্বশেষ খবর