বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মায় বিলীন স্কুল ভবন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয় ভবন পদ্মায় বিলীন হয়ে গেছে। গতকাল চারতলা ভবনটি নদীতে ধসে যায় বলে জানান প্রধান শিক্ষক। জানা যায়, বিদ্যালয়ে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। আজিমনগর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।

আপাতত হাটিঘাটা এলাকায় ক্লাস হবে। এরপর বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে ভবন নির্মাণ করা হবে।

গত বছর থেকেই বিদ্যালয়টি ভাঙনের ঝুঁকিতে ছিল বলেও জানান তিনি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ভাঙন এলাকা দুই দিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন। স্কুলটি ভাঙনঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই ভবনের নির্মাণকাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদফতরকে রিপোর্ট দিয়েছিলাম। কাজ বন্ধ ছিল। উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা অধিদফতরের অধীনে ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশনে এক তলা ভবন নির্মাণ করা হয়। ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকায় বাকি তিন তলা নির্মাণের অনুমোদন পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর