বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

টিনের চালায় পাঠদান

ঝিনাইদহ প্রতিনিধি

টিনের চালায় পাঠদান

কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৯ বছর পর নির্মাণ করা হয় তিন কক্ষের একটি ভবন। ওই ভবনেই চলছিল শ্রেণি কার্যক্রম। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। ২০১৯ সালের শেষ দিকে আগের ভবনটি ভেঙে একই স্থানে নতুন ভবনের নির্মাণ শুরু হয়ে এখনো চলমান রয়েছে। ফলে জায়গা না থাকায় মাঠে টিনের চালার নিচে চলছে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নেই বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা। পাশের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। বৃষ্টি এবং রোদের সময় দুর্ভোগের শেষ থাকে না। প্রধান শিক্ষক আনোয়ারা ইয়াসমীন বলেন, ভবনের কাজ চলমান থাকায় সমস্যা হলেও আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর