বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

হেরোইন বহনের দায়ে দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

হেরোইন বহনের দায়ে দুজনের যাবজ্জীবন

হেরোইন বহনের দায়ে সিরাজগঞ্জে বাসচালক ও সুপারভাইজারের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির গতকাল এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাইফুল ইসলামের ছেলে সোহাগ আলী ও জিতু প্রামাণিকের ছেলে সুপারভাইজার লিটন হোসেন।

 মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট র‌্যাব-১২ এর সদস্যরা জানতে পারেন, নাটোর থেকে বাসে মাদকের চালান আসছে সিরাজগঞ্জে। এমন সংবাদে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারের সামনে চেকপোস্ট বাসান। নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। বাসের ভিতরে থাকা বাংকার থেকে ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব সলঙ্গা থানায় মামলা করে।

সর্বশেষ খবর