বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

ধান কেনায় অনিয়মের অভিযোগ

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা খাদ্যগুদামে ধান কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে আমন ধান না কিনে পাইকারদের কাছ থেকে কেনার অভিযোগ পাওয়া গেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে পাথরঘাটা উপজেলা খাদ্যগুদামে ৬৯৪ মেট্রিক টন আমন ক্রয়ের বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ৫৪৫ মেট্রিক টন সরাসরি কৃষকের কাছ থেকে না কিনে পাইকারদের কাছ থেকে ক্রয় করেন গুদামের ওসিএলএসডি আবুল কালাম আজাদ। অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়েছে। এখানে অনিয়ম করার সুযোগ নেই। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হাকিম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর