বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

উপবৃত্তির টাকা তুলতে ভোগান্তি

পঞ্চগড় প্রতিনিধি

সারা দেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে সরকার। কিন্তু উপবৃত্তির টাকা তুলতে পদে পদে হয়রান হচ্ছেন অভিভাবকরা। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন তারা। অভিভাবকরা জানান, বারবার অপারেটর ও পিনকোড পরিবর্তন করার জন্য এ ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘অভিভাবকদের সচেতন করেছি। উপবৃত্তি মনিটরিংয়ের জন্য একজন অফিসার দেওয়া হয়েছিল। বর্তমানে পদটি শূন্য। আমাদের হাতে কিছু নেই; উপবৃত্তির চাবি এখন নগদের হাতে। তার পরও আমরা অভিভাবকদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব।’

সর্বশেষ খবর