বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

দুই দিনে কুকুরের কামড়ে আহত শতাধিক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে কুকুরের কামড়ে গত দুই দিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল বিকাল পর্যন্ত দুই দিনে আহতদের মধ্যে অন্তত ৫০ জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে র‌্যাবিস ভ্যাকসিনের সংকট রয়েছে। তার ওপর হঠাৎ করে এত মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত সোমবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলির বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। কাঠপট্টির তপন গুহ ও কামার পট্টির অরুন পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে বীরদর্পে চলে যায়। জেলা শহরে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবল আজিজুর রহমান কুকুরের কামড়ে আহত হন। হাসপাতালে প্রতিষোধক র‌্যাবিস টিকা সরবরাহ না থাকায় গরিব রোগীদের ফার্মেসি থেকে ১ হাজার টাকায় কিনতে কষ্ট হচ্ছে।

সর্বশেষ খবর