বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

খালে বাঁধ দিয়ে মাছ শিকার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসন উপজেলার লোহারটেক কোল ও পদ্মা নদীর সংযোগস্থল দিয়ে পানি ঢুকছে বিভিন্ন খাল-বিলে। পানির সঙ্গে নদী থেকে আসছে দেশি বিভিন্ন প্রজাতির মাছ। এ সুযোগে লোহারটেক কোলের বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে ও আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় কিছু লোক। এতে ধংস হচ্ছে ডিমওয়ালা মাছ। সরজমিনে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজার বড় ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, খালের ওপর আড়াআড়ি বাঁধ। সেখানে এক ব্যক্তি মাছ শিকার করছেন। তার কাছে বাঁধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাঁধ তার না। তিনি শখ করে দেখতে এসেছেন। ওই ব্যক্তি বলেন, ওই ইউনিয়নের দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গীর বাসিন্দা ছাত্তার মোল্লা ও মজিদ খার ডাঙ্গী গ্রামের নুরুল ইসলাম বাঁধ দিয়েছেন। নুরুল ইসলাম বাঁধের মালিকানা অস্বীকার করে বলেন, মাঝে মাঝে তিনি শখ করে মাছ ধরা দেখতে যেতেন, এখন আর যান না। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর