বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

নওগাঁয় ১৩ ধরনের বিদেশি রঙিন আম

নওগাঁ প্রতিনিধি

আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁয় এবার দেশে প্রথমবারের মতো ২৩ জাতের বিদেশি আমের চাষ হয়েছে। এর মধ্যে ১৩ জাতের আম। লাল ও খয়েরি রঙের মিশ্রণে ছোট ছোট গাছে ঝুলছে আমগুলো। দেখে মনে হবে ইউরোপ বা আমেরিকার বাগানের আম। গত বছর আম্রপলি ও বানানা বিদেশে গেলেও এবার ওই সব বিদেশি রঙিন জাতের আম রপ্তানি হবে বিদেশে। বরেন্দ্র অঞ্চলের মাটি আম চাষের উপযোগী হওয়ায়  দেশি-বিদেশি সব জাতের আমের চাষ ও ফলন ভালো হয়েছে। বিদেশি রঙিন সফল আম চাষি সোহেল রানা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে  লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে ৭০ বিঘা জমি লিজ নিয়ে নওগাঁর সাপাহারে গড়ে তোলেন বরেন্দ্র এগ্রো পার্ক। ইতালি থেকে এক বন্ধুর সহযোগিতায় ২৩ জাতের বিদেশি আমের চারাগুলো সংগ্রহ করেন তিনি। আর সেখানে ১৩ জাতের রঙিন আম ধরেছে তার বাগানে। গত তিন বছর ধরে নিজের চেষ্টা এবং কৃষি বিভাগের সহযোগিতায় এমন সফলতা লাভ করেছেন।

সর্বশেষ খবর