বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এসি বিস্ফোরণ হয়ে চলন্ত বাসে অগ্নিকান্ড ঘটেছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ জন যাত্রী। জানা যায়, দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের একটি এসি স্ক্যানিয়া বাস। বাসটির এসিতে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা ২০ জন যাত্রী জানালার গ্লাস ভেঙে বের হন। জামিরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিবহনের স্ক্যানিয়া বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। মোকামতলায় পৌঁছানোর পরই বাসের এসি বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। যাত্রীরা আতঙ্কে দ্রুত নেমে পড়ি। কেউ কেউ বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন। বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল বলে অভিযোগ তার। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

সর্বশেষ খবর