শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

যেখানে সেখানে গরু জবাই দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

যেখানে সেখানে গরু জবাই দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

সরকারিভাবে শেড থাকার পরও শেরপুরের নালিতাবাড়ীতে বাজারের রাস্তার পাশে যেখানে-সেখানে প্রতিদিন জবাই করা হচ্ছে গরু। দিনের পর দিন গরুর নাড়িভুড়ি ও রক্ত পড়ে থেকে পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছেন পথচারীসহ স্থানীয় বাসিন্দারা। সরকারি নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে একজন চিকিৎসক পশুটির পরীক্ষা করবেন। সম্পূর্ণ রোগমুক্ত ও খাওয়ার উপযোগী বিবেচিত হলে সরকার নির্ধারিত কসাইখানায় জবাইয়ের পর মাংসের ওপর সিল মেরে তা বাজারে বিক্রির অনুমতি দেবেন। এ সবের কোনো কিছুর বালাই নেই নালিতাবাড়ীতে। নালিতাবাড়ী বাজারে নামার সময় রাস্তার পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে টিনের চালা দিয়ে সেখানে প্রতিদিন গরু জবাই ও মাংস বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সেই রাস্তা দিয়ে চলাচল করেন হাজার হাজার মানুষ। দুর্গন্ধে অতিষ্ঠ তারা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, এ জায়গা ছাড়া অন্য স্থানে মাংস বিক্রি জমে না। তাই এখানেই বিক্রি করছি। গরু জবাইয়ের বর্জ্য আমরা পাশের পুকুরে ফেলে দেই। সেখান থেকে হয়তো দুর্গন্ধ আসে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোরাদ হোসেন টেটন বলেন, রাস্তার পাশে মাংস বিক্রি ও গরু জবাই করতে নিষেধ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান বলেন, গরু জবাইয়ের আগে তারা (কসাই) আমাদের কাছে কখনো আসেননি বা কোনো ছাড়পত্র নেননি। তারা তাদের মতো গরু জবাই করে মাংস বিক্রি করছেন। এভাবে রাস্তার ওপর পশু জবাই করা হলে পরিবেশ নষ্ট হয় এবং তা আইনত অপরাধ।

সর্বশেষ খবর