শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির ছাত্র শিহাব (১২) হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহপাঠী ও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সহপাঠীরা জানায়, শিহাব পঞ্চম শ্রেণিতে পড়ত। এত ছোট মানুষ কী কারণে আত্মহত্যা করবে। আত্মহত্যা করার মতো মানসিকতা তার তৈরি হয় নাই। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আগামী রবিবারের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে সোমবার থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তারা। উল্লেখ্য, টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবন থেকে শিহাব মিয়া নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ গত সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়।

গত সোমবার সন্ধ্যায় বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ভবনের দায়িত্বরত শিক্ষকরা। শিহাব মিয়া সখীপুর উপজেলার বেরবাড়ী গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। পরিবারের অভিযোগ, এটি রহস্যজনক মৃত্যু। এটা স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার মতো কোনো ঘটনা নয়। তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির দাবি জানান শিহাবের পরিবারের সদস্যরা।

সর্বশেষ খবর