শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা
বসুন্ধরা আই হাসপাতালের উদ্যোগ

৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বসুন্ধরা আই হাসপাতাল ও চিনাইর গ্রামে প্রতিষ্ঠিত রেজাউর রহমান ভূঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার ও আই ক্লিনিকের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক (অবৈতনিক) অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ, অপটোমেট্রিস্ট গাজী রিয়াজ রহমান, মোকসুদুল হক, সাইফুল ইসলামসহ আটজনের একটি চৌকস দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় অধ্যাপক মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাহবুব আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন। ভিশন কেয়ার ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আহসান হাবীব জানান, আগে থেকেই প্রচারের মাধ্যমে ৩২৪ জন রোগীর নাম তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া গতকাল ক্যাম্প চলাকালেও অনেকে নাম লিপিবদ্ধ করে চিকিৎসক দেখিয়েছেন। তাদের মধ্য থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার (অপারেশন) করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বাছাই করা রোগীদের পরে বসুন্ধরা আই হাসপাতালে নিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করা হবে।

 

সর্বশেষ খবর