রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি মামলা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারিয়াকান্দি থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন সারিয়াকান্দি তরফদার মার্কেটের কাপড় ব্যবসায়ী হানযালা। আসামিরা হলেন- সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান, এসআই রবিউল করিম, মাহবুব হাসান ও সারিয়াকান্দি চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক এসআই রবিউল ইসলাম। রবিউল বর্তমানে রাজশাহীর বাঘা থানায় কর্মরত। বাদীর আইনজীবী জাকিউল আলম সোহেল জানান, তাঁর মক্কেলের সাবেক স্ত্রীর সঙ্গে এসআই রবিউল ইসলামের প্রেম ছিল। ১৭ জানুয়ারি রাতে আপত্তিকর অবস্থায় রবিউল ইসলাম ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রামবাসী আটক করেন। তখন গ্রামবাসীর হামলার শিকার হন রবিউল। এ ঘটনার জন্য তিনি বাদীকে দায়ী করেন। তাকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আসছিলেন রবিউল। সহকর্মীকে সাপোর্ট দিতে অন্য পুলিশ কর্মকর্তারাও এ ঘটনায় জড়িয়ে যান। ২৫ মে সন্ধ্যায় সারিয়াকান্দি থানার এসআই রবিউল করিম ও মাহবুব হাসান থানায় নিয়ে যান হানযালাকে। মধ্যরাতে তাকে হাজত থেকে বের করে এসআইদের রুমে নিয়ে বেধড়ক মারধর করেন। পরদিন দুটি মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্ত হয়ে তিনি মামলাটি করেন। আইনজীবী আরও জানান, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছেন বাদী। আতঙ্কে তিনি আত্মগোপনে আছেন। পুলিশের ভয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রেখেছেন। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, সুনির্দিষ্ট মামলায় অভিযোগকারীকে গ্রেফতার করে পরদিনই আদালতে পাঠানো হয়েছিল। তাকে মারধর করা হয়নি। তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলাও দেওয়া হয়নি। চাঁদা দাবির বিষয়টিও বানোয়াট।

সর্বশেষ খবর