রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

৩৮ মণ বিগবসের দাম ৩৫ লাখ

ঠাকুরগাঁও প্রতিনিধি

৩৮ মণ বিগবসের দাম ৩৫ লাখ

নাম তার এলএলসি বিগবস। সাড়ে পাঁচ বছর আগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা আলিফ উদ্দিন নামের এক কৃষক এ গরুটিকে স্থানীয় এক বাজার থেকে ক্রয় করেন। খাওয়ানো হয় খেসারির ডাল, ভুসি, ছোলাবুট, মসুর ডাল, আপেল, কলা, আঙুর। বিগবসের পেছনে প্রতিদিন আলিফ উদ্দিনের খরচ হয় প্রায় আড়াই হাজার টাকা। বর্তমানে ১০ ফুট লম্বা, সাড়ে পাঁচ ফুট উচ্চতা বিগবসের ওজন ১ হাজার ৫৫০ কেজি বা ৩৮.৭ মণ। আসন্ন কোরবানিকে সামনে রেখে বিগবসের বাজার মূল্য রাখা হয়েছে ৩৫ লাখ টাকা। তবে এখন পর্যন্ত এটির দাম উঠেছে ২২ লাখ টাকা। উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি ওজনের এ গরুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশজুড়ে। জেলার বাইরে থেকে প্রতিদিন গরুটিকে এক নজরে দেখার জন্য আলিফ উদ্দিনের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও গরুটিকে ক্রয় করার জন্য আসছেন তার বাড়িতে। তবে দামে না মেলায় কিনতে পারছেন না ক্রেতারা।  গরুটি দেখতে আসা অনিক, সুমন, রুবেল, রিপন বলেন, আমরা কিছুদিন আগে শুনেছি  বিগবস নাকি দেখতে হাতির মতো। তাই আজ নিজেই দেখতে এলাম। এত বড় গরু আমরা এর আগে কোথাও দেখেনি।  গরুটিকে কিনতে আসা ক্রেতারা জানান, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গরুটি সম্পর্কে জানতে পেরে ক্রয় করতে এসেছি। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় ফিরে যাচ্ছি। হরিপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, এলএলসি জাতের বিগবস গরুটি ঠাকুরগাঁওয়ের মধ্যে সবচেয়ে বড় আকৃতি। বেশি ওজনের গরু। প্রাণিসম্পদ অফিস থেকে গরুটির প্রতিদিন খোঁজখবর নেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর