রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

নতুন সাজে কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নতুন সাজে কুয়াকাটা

পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। সৈকতে বসার বেঞ্চ ও ছাতায় এখন নতুনত্বের ছোঁয়া। প্রায় এক কিলোমিটার সড়ক পথ করা হয়ে আলোকসজ্জা। কলাপাড়া কুয়াকাটা সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পয়েন্টে শোভা পাচ্ছে বিশাল বিশাল তোরণ ব্যানার আর ফেস্টুন। এ ছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ১৫ দিনের জন্য হোটেল-মোটেলের রুম বুকিংয়ে ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা দেওয়া হয়েছে। একই সঙ্গে  রেস্তোরাঁগুলোতেও থাকছে ২০ শতাংশ ছাড়। পদ্মা সেতু উদ্বোধনের ফলে কুয়াকাটায় কয়েকগুণ পর্যটক বেড়ে যাবে। ইতোমধ্যে হোটেল-মোটেলের অনেক রুম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু উদ্বোধনের ফলে ঢাকা-কুয়াকাটার দূরত্বটা কমে গেছে। মাত্র ৫-৬ ঘণ্টায় পৌঁছানো যাবে। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এ পদ্মা সেতু, শুধু জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান। এর সুফল ভোগ করবে গোটা দক্ষিণাঞ্চলের সাগরপাড়ের মানুষ। আর সচল হবে অর্থনীতির চাকা।  এদিকে কুয়াকাটার দর্শনীয় স্থান নারিকেলকুঞ্জ, ইকোপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, সীমা বৌদ্ধবিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, গঙ্গামতি, কাউয়ারচর, লেম্বুরচর, শুঁটকি পল্লীসহ সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর সমুদ্রের সৈকতের বেলাভূমি, একাধিক নয়নাভিরাম লেক, সংরক্ষিত বনায়ন ও ইলিশ পার্ক যেন পর্যটকদের হাতছানি দিচ্ছে।

হোটেল-মোটেল কর্তৃপক্ষও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ ও  মহিপুর পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান।  কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে কুয়াকাটার সব হোটেল-মোটেল সুসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ ছাড়া হোটেল-মোটেল মালিক সমিতির পক্ষ থেকে আগামী ১৫ দিনের জন্য আবাসিক হোটেলগুলোতে নির্ধারিত ভাড়ার ওপরে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যুগান্তকারী সূচনার জন্ম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। পর্যটন নগরীসহ কুয়াকাটা পৌরবাসীর মধ্যে যেন আনন্দের সীমা নেই। পৌরসভার উদ্যোগে মহাসড়ক আলোকসজ্জাসহ বিভিন্ন সংগঠন তোরণ, ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ. বারেক মোল্লা বলেন, পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের মানুষ সামাজিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে এগিয়ে যাবে। সবচেয়ে বেশি উপকৃত হবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা তথা কলাপাড়া উপজেলাবাসী। এ রাজনীতিবিদ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর