রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

রাজবাড়ী প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা-২০২২ গতকাল রাজবাড়ী শহরের টিনপট্টি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা সিমেন্টের রাজবাড়ী জেলার পরিবেশক ডিউক এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডিউক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি রইচ উদ্দীন ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ফরিদপুর ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর এরিয়া সেলস ম্যানেজার মীর দারজালি আহম্মেদ, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আবদুল কুদ্দুস বাবু, সিমেন্ট সেক্টরের প্রতিনিধি ও রাজবাড়ী টেরিটোরি সেলস সৈয়দ আবদুল্লাহ আল হামিম। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের ফরিদপুর ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণেমানে বাজারের সেরা। গুণগত মানের কারণেই বসুন্ধরা সিমেন্ট বিক্রির শীর্ষে রয়েছে। রাজবাড়ীতে দিন দিন বসুন্ধরা সিমেন্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেশের বৃহত্তম পদ্মা সেতুসহ বড় বড় মেঘা প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলোচনা সভায় অর্ধশত রিটেইলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাজবাড়ী জেলার বসুন্ধরা সিমেন্টের সেরা পাঁচ বিক্রেতাকে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ খবর