রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

শিক্ষার্থীদের টিফিনের টাকা বন্যার্তদের সহায়তা ফান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

টিফিনের টাকা জমিয়ে বন্যার্তদের সহায়তা ফান্ডে তুলে দিয়েছে নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সদর উপজেলার ফতুল্লার সবুজবাগ আইডিয়াল (কেজি) স্কুলের ছাত্রছাত্রীরা গতকাল ওই টাকা তুলে দেয় ইউনাইটেড ফর হিউম্যানিটি স্লোগানে গঠিত নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশন কর্তৃপক্ষের হাতে। এ উপলক্ষে স্কুলপ্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। অতিথি ছিলেন শরীফ সুমন, খায়রুল কবির মুন্না, ফারুক আহাম্মদ মাহি, রুহুল আমিন। নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক শরীফ সুমন জানান, কোমলমতি শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়ে বন্যার্তদের সহযোগিতার ফান্ডে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা দিয়ে মানবতাবোধ, দেশপ্রেম জাগ্রত করতে হবে।

সর্বশেষ খবর