সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেলেন হাওরাঞ্চলের বানভাসিরা

নেত্রকোনা প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেলেন হাওরাঞ্চলের বানভাসিরা

নেত্রকোনার হাওরাঞ্চলের দুর্গম এলাকার বানভাসি ২ হাজার পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপের টিস্যু সেক্টরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও পরিচালক ইয়াশা সোবহানের পক্ষ থেকে শনি ও রবিবার হাওরাঞ্চল মোহনগঞ্জ, আটপাড়া ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক বানভাসি মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, শিশুখাদ্য ও ওষুধ। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে আনন্দিত হাওরাঞ্চলের বানভাসি হতদরিদ্র মানুষ। এর আগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জেলার ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অতিরিক্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার ১০টি উপজেলার ৭৭টি ইউনিয়নের প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর দিনযাপন করেছিল। এ অবস্থায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বানভাসি ওইসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা টিস্যু সেক্টর ময়মনসিংহের বিভাগীয় মহাব্যবস্থাপক আবদুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ খবর