সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

এমপির সুপারিশে জামায়াত নেতা মাদরাসার সভাপতি মনোনীত!

তার বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

সরকারদলীয় এমপির সুপারিশে মাদরাসা সভাপতির মনোনয়ন পেয়েছেন জামায়াতের সাবেক আমির ও রুকন সদস্য। যিনি প্রতিষ্ঠানটির সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আবুল হাসান আলীর এ নিয়োগ প্রদানকে অবৈধ দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। এমনকি নব-মনোনিত পরিচালনা কমিটির ১২ জন সদস্যের মধ্যে ১১ জন সদস্য বিতর্কিত আবুল হাসান আলীর বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রকাশ করেছেন। মাদরাসাটির শিক্ষক এবং পরিচালনা কমিটির ১২ সদস্য মিলে সভাপতি হিসেবে নাম প্রস্তাব পাঠানো হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটির নাম। কিন্তু সরকারদলীয় সংসদ সদস্যের সুপারিশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও রুকন সদস্য এবং প্রতিষ্ঠানটির সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান আলীকে। গতকাল সকালে কক্সবাজার শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধভাবে স্মারক জালিয়াতি করে উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির এবং রুকন সদস্য আবুল হাসান আলীকে সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি। লিখিত বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মহিব উল্লাহ জানান, নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিকে মনোনয়ন দেওয়ার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়। কিন্তু ওই আবেদনের স্মারকমূলে দেওয়া হয় সাবেক অধ্যক্ষ ও জামায়াত নেতাকে। এ মনোনয়ন অবৈধ বলে বাতিলের দাবি জানানো হয়। নব-মনোনিত পরিচালনা কমিটির ১২ জন সদস্যের মধ্যে ১১ জন সদস্য বিতর্কিত আবুল হাসান আলীর বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রকাশ করেছেন। এমতাবস্থায় মাদরাসার ২৭ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে সীমাহীন কষ্টে জীবনযাপন করছেন তারা।

সর্বশেষ খবর