বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে কমেছে যানবাহনের চাপ

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে কমেছে যানবাহনের চাপ

পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার কমে এসেছে। সেতু চালুর আগে এ রুট দিয়ে প্রতিদিন গড়ে ৭ হাজার যানবাহন পারাপার হয়েছে। বর্তমানে সে সংখ্যা অর্ধেকে দাঁড়িয়েছে। যাত্রী ও যানবাহন কমে আসায় গোয়ালন্দে কাজ হারিয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক। এদের অনেকে বিকল্প পেশায় যোগ দেওয়ার চিন্তা করছেন। যারা কোনো কাজ পাবেন না তারা অপরাধে জড়িয়ে পড়বেন বলে ধারণা করছে পুলিশ। পদ্মা সেতু চালুর পর দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্বল্পসংখ্যক যানবাহন সরাসরি ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছে। নেই ঢাকা-খুলনা মহাসড়কের চিরচেনা রূপ। যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তিও দূর হয়েছে। তবে বন্ধ হয়ে গেছে অনেক হোটেল, দোকানসহ পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের আয়-রোজগার।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের তথ্যমতে, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া প্রান্ত দিয়ে পদ্মা পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া থেকে ২ হাজার ৫৭০টি যানবাহন পার করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। রাস্তার দুই পাশের শত শত দোকানও বন্ধ। ফেরিঘাট বর্তমানে ফাঁকা। বাস-ট্রাক সোজা ফেরিতে চলে যাচ্ছে। কোনো ভোগান্তি নেই। তবে গত কয়েক দিনে গোয়ালন্দে চুরি বেড়েছে। কর্ম হারানো মানুষ অপরাধে জড়িয়ে পড়ছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর