বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ইলেকট্রিশিয়ান জলিল সর্দার হত্যা মামলায় হারুন রশিদ নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। এ মামলায় তিনজনকে খালাস প্রদান করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রহিবুল ইসলাম গতকাল দুপুরে এ রায় দেন। নিহত জলিল সর্দার রায়পুরের উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে।দন্ডিত হারুনুর রশিদ উপজেলার চরবংশী ইউনিয়নের মো. হজরত ব্যপিারীর ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- আবুল কালাম মো. জাহিদ, তোফায়েল পালোয়ান ও আক্তার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর