বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

১২০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

ঝিনাইদহ প্রতিনিধি

রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ১২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে গতকাল এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জমির পরিমাণের ওপর ভিত্তি করে সদর উপজেলার ১৭ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২০০ কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর