বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

গাইবান্ধায় ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৭তম বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, শোভাযাত্রা ও শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বন এসব কর্মসূচির আয়োজন করে। সাঁওতাল নেতা জেমস সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীর চক্রবর্তী, প্রিসিলা মুরমু, এ কে এম মাহবুবুল আলম, দিপালী কিস্কু, মেরিজান মুরমু প্রমুখ। বক্তারা বলেন, ১৮৫৫ সালে সিধু, কান, চাঁদ, ভৈরব, ফুলমনির নেতৃত্বে শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এ বিদ্রোহে ১০ হাজারের বেশি সাঁওতাল শহীদ হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েও শহীদ হয়েছে শত শত বীর সাঁওতাল। স্বাধীনতার ৫০ বছর পরও সাঁওতালরা তাদের অধিকার থেকে বঞ্চিত।

সর্বশেষ খবর