বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

পাবিপ্রবি কর্মচারী পরিষদের ১১ দফা

পাবনা প্রতিনিধি

ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালার প্রতিবাদসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারীরা। গতকাল দুপুরে ক্যাম্পাস চত্বরে পাবিপ্রবি কর্মচারী পরিষদ এ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, স্থায়ী বেতন কমিশন গঠনপূর্বক বঙ্গবন্ধু ঘোষিত ১৯৭৩ সালের ১০ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা অনুসরণ, পোষ্য কোটা নিশ্চিতকরণসহ যে ১১ দফা দাবি ইউজিসিকে দেওয়া হয়েছিল ইউজিসি সেগুলো না মেনে, কারও সঙ্গে আলোচনা না করে তাদের নিজেদের বানানো অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীর জন্য হুমকি। এ কারণে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশে কর্মসূচি পালন করা হচ্ছে। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন কর্মচারী পরিষদের সভাপতি ফজলে আলী তুষার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক সভাপতি জামসেদ পলাশ প্রমুখ।

সর্বশেষ খবর